কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শতাধিক এতিমের মাঝে খাবার বিতরন
কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) দুপুরে স্থানীয় উন্নয়ন সংস্থা ছিন্নমুকুল বাংলাদেশের আয়োজনে দোয়া মাহফিল ও শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছিন্নমুকুল বাংলাদেশের সভাপতি ও জেলা যুবদলের সম্পাদক নাদিম আহম্মেদ, বিএনপি নেতা আশরাফুল হক রুবেল, ইনসান সরকার, ছিন্নমুকুলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত পাল, পরিচালক জুয়েল ইসলাম প্রমুখ।