২৬ পৌষ, ১৪৩২ - ০৯ জানুয়ারি, ২০২৬ - 09 January, 2026

সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

1 day ago
185


মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী):

 নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই রাস্ট্রের অন্যতম একটা স্তম্ভ। আপনাদেরকে বাদ দিয়ে একটি রাস্ট্র ব্যবস্থা, একটি সমাজ ব্যবস্থা চলতে পারে না এবং কলম যোদ্ধারাই পারে বস্তুনিষ্ঠ সংবাদের ভিত্তিতে রাস্ট্রকে গতিশীল করা। আমরা যদি সত্য বলে থাকি আপনারা সত্যটাই উম্মোচন করবেন। আমাদের রাতের আধারে কোন কিছু পেয়ে থাকেন সেটাও জাতির কাছে উম্মোচন করবেন। দিনের বেলায় এক রকম রাতের বেলা এক রকম আমরা এরকম কোন কর্মকান্ডের সাথে জড়িত নই। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা না হলে এ জাতী আরও বিপর্যস্ত হত এ জাতি আরো ক্ষতিগ্রস্থ হত। সবাইকে ঐক্যবদ্ধভাবে হতে হবে দেশের স্বার্থে জাতির স্বার্থে ও জনগনের স্বার্থে। এখানে আর কোন কুচক্রি মহল আর কোন ফ্যাসিস বাংলাদেশের মসনদে অধিষ্ঠিত হতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিজেরা দূর্নীতি করবে না এবং কাউকেও তা করতে দিবে না।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা এন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা জামায়াতে আমীর মাওলানা মজিবুর রহমান, উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান,উপজেলা সেক্রেটারী মাওলানা কাজী রোকুনুজ্জামান, ডোমার উপজেলা সেক্রেটারী রবিউল আলম, ডিমলা উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ডিমলা ইউনিয়নের আমীর মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারী মাওলানা নুর মোর্বেশ্বের, ডিমলা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রহমান আলীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

তিনি মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের দায়িত্ব রাস্ট্র ও জাতির প্রত্যাশা পুরনে কাজ করা, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে যাতে জাতি আর কোনোভাবে বিপর্যস্ত না হয়। পরিচিতি সভায় ডিমলা ও ডোমার উপজেলার জামায়াতে ইসলামীর নেতারা, ডিমলা রিপোর্টাস ক্লাব, উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ডিমলা ও ডিমলা প্রেসক্লাব এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth