৩০ পৌষ, ১৪৩২ - ১৪ জানুয়ারি, ২০২৬ - 14 January, 2026

গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন

4 hours ago
38


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার  (১৩ জানুয়ারী ) দুপুরে গঙ্গাচড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে মেছনিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান বলেন,স্কুল শিক্ষার্থীদের প্রাণীজ পুষ্টির যোগান দেওয়া এবং উঠতি বা বাড়ন্ত বয়সের শিশুদের প্রাণীজ আমিষ গ্রহণের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি চালু করা হলো। এই কর্মসূচির আওতায় প্রতি শিক্ষার্থী কর্মদিবসে প্রতিদিন ২০০মিলিগ্রাম দুধ পাবে।

তিনি আরো বলেন, দুধ একটি আদর্শ খাবার। শিক্ষার্থীদের দুধ পান করার অভ্যাস গড়ে তুলতে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। মেধাবী জাতি গঠনের জন্য স্কুল মিল্ক ফিডিং

প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে শিশুদের শারীরিক বৃদ্ধি, মেধা ও মননের বিকাশ, শারীরিক সক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পড়াশোনায় তারা মনোযোগী হবে। ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ, সবল ও মেধাবী। এমন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিশুদের প্রতিদিন দুধ পান করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মোঃ আবতাবুজ্জামান, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতারসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth