৫ মাঘ, ১৪৩২ - ১৯ জানুয়ারি, ২০২৬ - 19 January, 2026

লালমনিরহাটে সাংবাদিকে তথ্য সংগ্রহ কালে হামলা

6 hours ago
13


একরামুল হক একরাম,লালমনিরহাট সদর:

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে তথ্য সংগ্রহের সময় গ্লোবাল টাইমস নিউজ ২৪ এর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম ও তার ক্যামেরাম্যান মোঃ ইমরান হাসান জুয়েল মারাত্মকভাবে আহত অবস্হায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ভক্তভোগীর কাজ থেকে জানা গেছে, গতকাল ১৮ জানু:২৬ইং রবিবার দুপুর ২ টার সময় সংবাদ সংগ্রহের জন্য হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ আব্দুল কাদেরের  বাড়িতে যান, তথ্য সংগ্রহের এক পর্যায়ে তারই দুই ছেলে সুজন ও শাওন সংবাদ সংগ্রহের মোবাইল ও ক্যামেরা মাইক্রোফোন কেঁড়ে নিয়ে ভেঙ্গে ফেলে এবং এলোপাতাড়ি  ভাবে রড দিয়ে মারডাং করতে থাকে। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় ক্যামেরাম্যান ইমরান হোসেন জুয়েলকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়। মামলার প্রক্রিয়া চলছে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth