ফুলবাড়ীতে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাধ্যে দু’শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম অঞ্চল।
রোববার দুপুরে উপজেলার পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অগ্রণী ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ কুতুবের সহযোগিতায় দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহা-ব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, অগ্রণী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক এস. এম. আহসান হাবীব, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অগ্রণী ব্যাংক ফুলবাড়ীী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার মাসুমুর রশীদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ ।