৭ মাঘ, ১৪৩২ - ২১ জানুয়ারি, ২০২৬ - 21 January, 2026

গোবিন্দগঞ্জে এনজিওসহ বাসার তালা কেটে দু’টি বাসায় দুঃসাহসিক চুরি

6 hours ago
26


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ দিনে-দুপুরে দু’টি বাসায় দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। এ ছাড়াও এসকেএস ফাউন্ডেশনের অফিস কক্ষের তালা কেটে দুর্বত্তরা দেড় লক্ষ্যাধিক টাকা চুরি করে নিয়ে গেছে। জানা গেছে, এসকেএস ফাউন্ডেশন গোবিন্দগঞ্জের বোয়ালিয়া শাখায় প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা কর্মচারীরা রাতে অফিসের তালা দিয়ে বাসায় যান। আজ মঙ্গলবার যথানিয়মে সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পান অফিস ঘরের জানালার গ্রীল কাটা, টেবিলের ড্রয়ার ও ভোল্ট ভাঙ্গা এবং ভোল্টে থাকা কিস্তি আদায়ের ১ লক্ষ ৫৬ হাজার ২৩৪ টাকা সেখানে নাই। এ বিষয়ে এসকেএস ফাউন্ডেশনের বোয়ালিয়া শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের অপরদিকে, গোবিন্দগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়াস্থ আলিফ মিয়ার বাসায় থাকা ভাড়াটিয়ার কক্ষের তালা ভেঙ্গে গতকাল সোমবার দুপুরে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ওই বাসায় থাকা ভাড়াটিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য নূর আলম হুদা জানান, আমার এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ওইদিন সকাল ৭টার দিকে বাসার রুমের তালা দিয়ে আমি ও আমার স্ত্রী বাসা থেকে বের হয়ে যাই। এরই সুযোগে একটি সংঘবদ্ধ চোরের দল বাসার দরজার তালা কেটে রুমের ভিতরে ঢুকে বাসার ড্রয়ারে রাখা আমার ব্যবসার নগদ দেড় লাখ টাকা ও বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। পরে প্রতিবেশি লোকজনের কাছে চুরির ঘটনা জানতে পেরে বাসায় এসে তিনি দেখেন, রুমের তালা কেটে চোরেরা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নূর আলম হুদা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও, একইদিন সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার দুলু ডাক্তারের বাসার পূর্ব পার্শ্বে নায়েব আলী প্রধানের বাসায় থাকা এক ভাড়াটিয়ার রুমের তালা কেটে ঘরের ভিতরে প্রবেশ করে একই কায়দায় চোরেরা নগদ টাকা, সোনার গহনা ও বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, পাশের বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজে চোরদের সনাক্ত করা সম্ভব। এছাড়া জনবহুল এ এলাকায় দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় জনগনের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কঠোর নজরদারি ও পদক্ষেপ নেয়াসহ দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানা প্রশাসনের প্রতি। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক আমার দেশকে জানান, চুরির ঘটনা ৩টি খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth