৭ মাঘ, ১৪৩২ - ২১ জানুয়ারি, ২০২৬ - 21 January, 2026

গোবিন্দগঞ্জে জিয়াউর রহমান এঁর ৯০তম জন্মবার্ষিকী পালন

6 hours ago
27


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম আলতাব হোসেন পাতা, যুগ্ন আহবায়ক রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টু, বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু ও সাজাদুর রহমান সাজু, যুবদল নেতা হাবিবুর রহমান আকন্দ, কাজী এহসানুল কবির রিপন, মইন উদ্দিন লিপন ও আনোয়ার হোসেন গোলাপ, স্বেচ্ছাসেবক দল নেতা দেবাশীস কুমার চাকী কাজল, ছাত্রদল নেতা সৈয়দ আল আমিন রনি, মনির হোসেন সরকার ও নুর আলম প্রধান প্রমূখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth