১ আশ্বিন, ১৪৩১ - ১৬ সেপ্টেম্বর, ২০২৪ - 16 September, 2024
amader protidin

আন্দোলনের একদিন পরই হিলি রেলস্টেশনের কার্যক্রম শুরু

আমাদের প্রতিদিন
1 year ago
207


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি রেলস্টেশনের সকল কার্যক্রম শুরু হয়েছে। গত (১০ সেপ্টেম্বর) রোববার সকল ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেন হিলিবাসী। তাতে নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। যার প্রেক্ষিতে দ্রæত স্টেশনটি সচল করতে লোকবল দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশন কার্যক্রম শুরু হয়েছে, পাশাপাশি ঢাকাগামী ট্রেনের স্টপেজ দেওয়া হবে।আজ  মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধায় বিষয়টি জানিয়েছেন হিলি রেলস্টেশনের বর্তমান কর্তব্যরত স্টেশন মাস্টার সাইফুল ইসলাম।

হিলি রেলস্টেশনের বর্তমান কর্তব্যরত স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, গত ১০ সেপ্টেম্বর রোববার স্টেশনের কার্যক্রম, সকল ট্রেনের যাত্রাবিরতি ও শ্টেশনের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। যার প্রেক্ষিতে রেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন এই স্টেশনের কার্যক্রম শুরু করতে। তাই মঙ্গলবার (১২ সেপ্টম্বর) আমরা স্টেশন মাস্টার, বুকিং মাস্টার ও পয়েন্টম্যান এসেছি। যেহেতু দীর্ঘদিন শ্টেশনটি বন্ধ ছিলো তাই সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করছি আগামীকাল থেকে কার্যক্রম চালু করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়