পীরগঞ্জে কৃষক লীগের সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৃষক লীগের সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের নৌকার প্রার্থী ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরেফিন, কৃষকলীগ নেতা মশিউর রহমান, মোজাফ্ফর হোসেন প্রমূখ। সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, সাবেক জেলা পরিষদ সদস্য সেতেরা হক, আওয়ামীলীগ নেতা শামিমুজ্জামান জুয়েল ও শাহজাহান আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, ভোমরাদহ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মহিনি মোহন রায়, কোষারাণীগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নির্মল রায়, পীরগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তোফায়েল, হাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুলেন রায়, দৌলতপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জগদিস রায়, সেনগাঁও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী, বৈরচুনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি অনিল সহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।