১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

বিরলে কালি মন্দিরে প্রতিমা ভাঙ্গার বিষয়ে থানায় অভিযোগ

আমাদের প্রতিদিন
3 months ago
112


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলের রঘুদেবপুর শ্রী শ্রী শ্মশ্মান কালি মন্দিরে প্রতিমা বিনষ্ট করতঃ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ধর্মীয় বিশ্বাসকে অবমাননার বিষয়ে থানাায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

থানার অভিযোগে রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘীসগ্রামের মৃত শুকুরাম সরকার এর ছেলে নোপেন্দ্র নাথ সরকার জানান, উপজেলার রঘুদেবপুর মৌজার সিএস/এসএ ১ নং খতিয়ানভূক্ত ১৭০ নং দাগে অবিাস্থত রঘুদেবপুর শ্রী শ্রী শ্মশ্মান কালি মন্দিরে গত ২৯ মার্চ পূরাতন কালি প্রতিমা বিসর্জন দিয়ে এ বছরের জন্য ৩০ মার্চ নতুন প্রতিমা স্থাপন করে রাত সাড়ে ৮ টা পর্যন্ত পূজা অর্চনা করে নিজ নিজ বাড়িতে চলে যায়। কালি মন্দিরের জমি নিয়ে রঘুদেবপুর গ্রামের মৃত আব্দুস সালাম এর ছেলে রিয়াজুল ইসলাম, খায়রুল ইসলাম, জিয়াউল ইসলামদের সাথে ১২ বছর পূর্ব হতে বিরোধ ও বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। ৩১ মার্চ সকাল সাড়ে ৮ টায় প্রতিপক্ষ রিয়াজুল ইসলাম এর মাধ্যমে মন্দিরের ভিতরে থাকা কালি প্রতিমা মাথা ভাঙ্গা ও এলোমেলো অবস্থায় মাটিতে পরে আছে সংবাদ পেয়ে অন্যান্যদের সাথে নিয়ে মন্দিরে যাই। আমি এবং স্থানীয় লোকজনদের সন্দেহ হয় যে, অজ্ঞাতনামা কোন আসামী/আসামীগণ ৩০ মার্চ রাত অনুমান সাড়ে ১০ টা হতে ৩১ মার্চ সকাল সাড়ে ৮ টায় কোন সময় আমাদের ”রঘুদেবপুর শ্রী শ্রী শ্মশ্মান কালি মন্দির” এর ভিতর অনধিকার প্রবেশ করে কালি মন্দিরের ভিতরে থাকা মা কালির প্রতিমার শাথা ভেঙ্গে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে নষ্ট করেছে। অজ্হাতনামা আসামী/আসামীগণ অসৎ উদ্দেশ্যে প্রতিমা বিনষ্ট করতঃ ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছে। পরবর্তীতে থানা পূজা উদযাপন কমিটির সভাপতি/সেক্রেটারী এবং স্থানীয়দের জানিয়ে ক্ষতিগ্রস্থ প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

সর্বশেষ

জনপ্রিয়