১২ মাঘ, ১৪৩১ - ২৫ জানুয়ারি, ২০২৫ - 25 January, 2025

পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
5 months ago
85


বায়েজিদ, পলাশবাড়ী:

"ভরবো মাছে মোদের দেশ,, গড়বো স্মাট বাংলাদেশ,, এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‍্যালি  আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে  ৩১ জুলাই বুধবার দুপুরে একটি বিশাল র‍্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পোনা মাছ অবমুক্ত করাসহ শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth