গঙ্গাচড়ায় সরকারি বিভিন্ন অফিস ভাঙচুর, আওয়ামী লীগ অফিসে আগুন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় ছাত্র, অভিভাবক ও সাধারণ জনতা সকালে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি গঙ্গাচড়া বাজার এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া সরকারি কলেজ মোড়ে অবস্থান নেওয়ার জন্য যায়। এর পরেই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আওয়ামী লীগ অফিস থেকে একটি মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট হয়ে ডাকবাংলোর দিকে যাচ্ছিলো। এ সময় আওয়ামীলীগের মিছিলের সংবাদ পেয়ে কলেজ মোড় থেকে তারা আবার মিছিল নিয়ে বাজারের দিকে আসে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল দেখে ধাওয়া দেয় ছাত্র, অভিভাবক ও সাধারণ জনতা। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা পালিয়ে আত্মরক্ষা করে। এ সময় ছাত্র ও সাধারণ জনতা এমপি বাবলুর ছবি, সিসিটিভি ক্যামেরা ও উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তাছাড়া অফিসের সামনে থাকা দলীয় নেতাকর্মীদের রাখা ৮/১০ টি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এরপর এসিল্যান্ড অফিস ভাঙচুর ও সেখানে থাকা ১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এরপরে থানা আক্রমন করতে গেলে থানার মুল গেট তালা মারা থাকায় ইটপাটকেল নিক্ষেপ করে। গেটের ভিতরে থাকা পুলিশ সদস্যরা হাত তুলে অনুরোধ করলে তারা সেখান থেকে ফিরে আসে। পরে উপজেলা পরিষদে প্রবেশ করে ইউএনও অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রকৌশল অফিস, উপজেলা চেয়ারম্যানের অফিসসহ বিভিন্ন অফিস ভাঙচুর করে। সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত চলা জিরো পয়েন্টে অবস্থানকালে ছাত্রদের পানি ও বিস্কুট খাবার দেয় সাধারণ মানুষ ও ব্যবসায়ী। অন্যদিকে সাংবাদিকসহ কাউকে ভিডিও বা ছবি তুলতে দেয়নি ছাত্ররা। ভিডিও বা ছবি তোলা দেখা মাত্র তা ডিলেট করে দিয়েছে আবার অনেকের মোবাইল ভেঙে দিয়েছে।