২০ কার্তিক, ১৪৩১ - ০৫ নভেম্বর, ২০২৪ - 05 November, 2024

প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন জো বাইডেন

আমাদের প্রতিদিন
5 days ago
51


আমাদের ডেস্কঃ

আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে ফেরার আগে নিজ বাড়ির কাছে একটি কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বাইডেন ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, চলুন, সবাই ভোট দিতে যাই।

সময় নির্বাচনী কর্মীর কাছে বাইডেন তাঁর পরিচয় হস্তান্তর করেন এবং একটি ফর্মে সই করেন। গত জুলাইয়ে প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনের দৌড় থেকে সরে গেলে প্রার্থী হন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা লড়ছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে আগাম ভোট শুরু হয়। রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা গেছে এবার। পর্যন্ত আগাম ভোট দিয়েছেন প্রায় কোটি মানুষ। আগাম ভোট দেওয়া মানুষদের কেউ কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth