২৪ আশ্বিন, ১৪৩২ - ০৯ অক্টোবর, ২০২৫ - 09 October, 2025

অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
5 hours ago
36


যুদ্ধবিরতির খবরে গাজায় উচ্ছ্বাস

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে।

এই খবরে উচ্ছ্বাসের জোয়ার বইছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে। কেউ খুশিতে কাঁদছেন-হাততালি দিচ্ছেন, অনেকে চিৎকার করে বলছেন ‘আল্লাহু আকবর’। খবর আল-জাজিরা, ডন ও রয়টার্সের।

৫ সন্তানের মা ঘাদা রয়টার্সকে বলেন, হ্যাঁ, আমি কাঁদছি, কিন্তু এটা আনন্দের অশ্রু। মনে হচ্ছে, নতুন করে আবার আমাদের জন্ম হলো। আশা করছি, এই ভয়াবহ যুদ্ধের শেষ হচ্ছে।

ঘাদা জানান, গাজা সিটির যে বাড়িতে তারা থাকতেন, সেটি ইসরায়েলি বাহিনীর বোমায় ধ্বংস হয়ে যাওয়ার পর গত ১৫ মাস ধরে পরিবারের অন্য সদস্যসহ তাঁবুতে বসবাস করছেন।

গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেন ট্রাম্প।

ইসরায়েল ও মধ্যস্থতাকারী দুই দেশ মিসর ও কাতার তাৎক্ষণিক সম্মতি দিলেও হামাস তখনও প্রতিক্রিয়া জানায়নি।

পরে ৩ অক্টোবর শুক্রবার হামাস সম্মতি দেয়ার পরের দিন ৪ অক্টোবর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প।

এরপর ৬ অক্টোবর মিসরের লোহিত সাগর তীরবর্তী পর্যটন শহর শারম আল শেখ- এ ট্রাম্পের প্রস্তাবের ওপর বৈঠক শুরু হয় ইসরায়েল, হামাস, মিসর, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের মধ্যে। দুই দিনেরও বেশি সময় ধরে আলোচনা চলার পর বুধবার রাতে ট্রাম্পের প্রস্তাবের প্রাথমিক পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস।

৬ সপ্তাহ স্থায়ী হবে এই পর্যায়টি । এরমধ্যে নিজেদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর পরিবর্তে ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ, ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজা থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করে নেবে।

বুধবার রাতে চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশিত হওয়ার পর পরই আনন্দ মিছিল বের করেন গাজার খান ইউনিস শহরের বাসিন্দারা। কিশোর তরুণরা বাঁশি-খঞ্জনি-ড্রাম বাজিয়ে, নেচে গেয়ে উল্লাস শুরু করেন। 

গাজার তরুণী ইমান আল কৌকা এখনও বিশ্বাস করতে পারছেন না যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রয়টার্সকে তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের দুঃখেরও দিন। এটা এমন দিন যার জন্য আমরা হাসব, আবার যুদ্ধে আমরা যাদের হারিয়েছি, যা যা হারিয়েছে, সেসব স্মরণ করে কাঁদব। আমরা শুধু আমাদের বন্ধু, স্বজন এবং বাড়িঘরই হারাই নি। আমরা আমাদের শহর হারিয়েছি। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আমাদের প্রাগৈতিহাসিক আমলে ঠেলে দিয়েছে।

ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়ি ঘর হারিয়ে আহমেদ দাহমান গত বছর খান ইউনিসের দেইর আল বালাহ এলাকায় আশ্রয় নিয়েছেন।

রয়টার্সকে তিনি জানান, ইসরায়েলের বাহিনীর বোমার আঘাতে বাড়িঘরের পাশাপাশি নিজের বাবাকেও হারিয়েছেন তিনি, কিন্তু তাকে দাফন করতে পারেননি। ধ্বংসস্তুপের মধ্যে বাবার মরদেহকে রেখেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে হয়েছে তাদের।

আহমেদ দাহমানের মা বুশরা বলেন, এ যুদ্ধবিরতি আমার স্বামীকে ফেরত দিতে পারবে না, কিন্তু অন্তত অনেকের জীবন রক্ষা পাবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth