গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়ায়

আন্তর্জাতিক ডেস্ক:
গাজার অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সেখানে ৯৮ জন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও ৩৮৫ জন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৬৫,০৬২ জনে এবং আহতের সংখ্যা ১,৬৫,৬৯৭ জনে পৌঁছায়।
ইসরাইল ও হামাস গত ১৯ জুন দুই মাসের যুদ্ধবিরতিতে পৌঁছায়, তবে ১৮ মার্চ তা ভেঙে আবারও হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে গত ৫ মাসে নিহত হন ১২,৫১১ জন এবং আহত হন ৫৩,৬৫৬ জন।
এদিকে, মে মাসের শেষ দিক থেকে ত্রাণ ও খাদ্য সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরাইলি বাহিনী। এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ২,৫০৪ জন এবং আহত হয়েছেন ১৮,৩৪৮ জন।
খাদ্য সরবরাহ সীমিত থাকায় গাজায় চরম খাদ্যাভাব ও অপুষ্টি দেখা দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ৪৩২ জন, যাদের মধ্যে ১৪৬ জন শিশু।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইসরাইলকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজে-তে মামলা চলছে।