বদরগঞ্জে বিনা মূল্যে গাছের চারা বিতরণ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে মিঠাপুকুর ফরেষ্ট রেঞ্জ অফিস সামাজিক বনবিভাগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ পর্যায়)' শীর্ষক প্রকল্পের আওতায় বদরগঞ্জ কলেজিয়েট উচ্চ বিদ্যালয় বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান সামাজিক বনবাগান কেন্দ্র বদরগঞ্জ রংপুর।
এসময় আরও উপস্থিত ছিলেন, বদরগঞ্জ কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।