৮ মাঘ, ১৪৩২ - ২২ জানুয়ারি, ২০২৬ - 22 January, 2026

ক্ষমতাগ্রহণের দুই সেকেন্ডের মধ্যেই একজনকে চাকরিচ্যুত করবেন ট্রাম্প

আমাদের প্রতিদিন
1 year ago
608


আমাদের ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আবারও তিনি হোয়াইট হাউসে পা রাখতে যাচ্ছেন। আর হোয়াইট হাউসে ওভাল অফিসের চেয়ারে বসার মাত্র দুই সেকেন্ডের মধ্যে তিনি এক ব্যক্তিকে চাকরিচ্যুত করতে চান। আগেই তিনি এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন।

দ্য উইকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাগ্রহণের পরই তিনি বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন। জ্যাক স্মিথ মার্কিন কৌঁসুলি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে থাকা দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানি দেয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

ট্রাম্প একসময় বলেছিলেন, হোয়াইট হাউসে বসার ‘দুই সেকেন্ডের মধ্যে’ জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন। শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। তা-ও আবার ফৌজদারি অপরাধের অভিযোগ ঘাড়ে নিয়েই। এখন দেখার বিষয় তিনি স্মিথের সঙ্গে কী করেন।

এছাড়াও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ক্ষমতায় এলে সমঝোতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ করবেন। এখন দেখার বিষয় তিনি এ বিষয়ে কতটা কার্যকরী পদক্ষেপ নিতে পারেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ট্রাম্প এখন পর্যন্ত ২৯৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ভোট।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth