২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

নেপালে আন্তর্জাতিক সাহিত্য সন্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
86


নেপাল প্রতিনিধি:

দক্ষিণ এয়িশার দেশ নেপালে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ও  ২৭ অক্টোবর  বৃহস্পতিবার ও শুক্রবার নেপালের রাজধানী   কাঠমান্ডুর হোটেল আনন্দ পশুপতি গৌশালায় বিশ্ব নেপালি সাহিত্য ফেডারেশন এবং বিশ্ব কেন্দ্রীয় কমিটি আয়োজিত  দু’দিনের "সাহিত্য বিশ্ব সম্মেলনে", আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, ভারত, বাংলাদেশ, নেদারল্যান্ড, ইসরাইলসহ ২৫ দেশের বিশিষ্ঠ লেখক, গবেষক, কবি –সাহিত্যিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্মেলনের উদ্বোধন করেন, নেপালের  প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ।অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী  পবন চামলিং, আয়ামেলি এবং প্রাক্তন চ্যান্সেলর জনাব বৈরাগী কাইলা, প্রবীণ লেখক ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী  প্রদীপ গিয়াওয়ালি, সিনিয়র লেখক ও সাজা প্রকাশনার সভাপতি ড. বিজয় সুব্বা, সিনিয়র কবি ও সংস্কৃতিবিদ ড. মিঃ তুলসী দিবস, সিনিয়র বিধান অধ্যাপক ডঃ গোবিন্দরাজ ভট্টরাই,  প্রাক্তন মহামান্য রাষ্ট্রদূত ভীম উদাস, প্রাক্তন মহামান্য রাষ্ট্রদূত মিলনরাজ তুলাধর, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেপালি বিভাগের প্রধান প্রফেসর ড. কৃষ্ণ প্রসাদ নেউপানে, আসামের প্রফেসর  ড. দেবেন সাপকোটা, দার্জিলিং থেকে প্রফেসর ড. প্রিন্স ছেত্রী, খরসাং থেকে অধ্যাপক ডা. ডক্টর যোগেশ খাতি, সিনিয়র কবি লেখিকা প্রজ্ঞা শশী লুমুম্বু, অনাবাসী নেপালি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ড. বদ্রী কে.সি. সিকিম থেকে সিনিয়র লেখক বিরু ওয়াংডেল, ব্রিটেন থেকে আসা বাইনসামের প্রাক্তন সভাপতি বিশ্বদীপ তিগেলা, সিনিয়র কবি লেখক  মোমিলা জোশী, সিনিয়র কবি মি. বিপ্লব প্রতিকলে কয়েক ডজন স্বতন্ত্র ব্যক্তিত্বের শক্তিশালী উপস্থিতি ছিলেন। এদিন  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের  বিশিষ্ট ব্যক্তিত্বগণ পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth