২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন যেভাবে  উইন্ডোজে

আমাদের প্রতিদিন
1 month ago
82


আমাদের ডেস্কঃ

নিজের পার্সোনাল কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে অনেকেই অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। তাদের মধ্যে কেউ ব্যবহার করেন পেইড অ্যান্টিভাইরাস। আবার কেউ বিনামূল্যে ডাউনলোড করে নেন থার্ড পার্টি অ্যান্টিভাইরাসের পাইরেটেড বা ক্র্যাক ভার্সনগুলো- যেগুলো পিসি’র সার্বিক নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। কেননা পাইরেটেড অ্যান্টিভাইরাস গুলোতে সময় সময় বিভিন্ন আপডেট ডাউনলোড করে নেওয়ার সুযোগ থাকে না। অথচ নতুন নতুন ভাইরাস ও ম্যালওয়্যার থেকে পিসিকে রক্ষা করতে এই আপডেটগুলো থাকা অতীব জরুরী।

তবে আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পিসি’তেই বিল্ট-ইন একটি অ্যান্টিভাইরাস রয়েছে। ফলে থার্ড পার্টি অ্যান্টিভাইরাসের পেছনে না ছুটে আপনি চাইলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকা অ্যান্টিভাইরাসটি ব্যবহার করেই আপনার পার্সোনাল পিসিটিকে ভাইরাসমুক্ত করে নিতে পারেন।

উইন্ডোজের বিল্ট-ইন অ্যান্টিভাইরাসটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে কীবোর্ডের ‘উইন্ডোজ’ কি (শবু) চেপে ধরে ‘আর’ (জ) প্রেস করতে হবে। এবার স্ক্রিনে ‘রান’ (জঁহ) উইন্ডোটি দেখতে পাওয়া যাবে। সেখানে ওপেন বক্সে ‘সৎঃ’ টাইপ করে ‘এন্টার’ কি প্রেস করতে হবে।

এরপর যে উইন্ডোটি স্ক্রিনে দেখা যাবে সেখানে ফুল স্ক্যান (মাঝের অপশনটি) সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলেই অ্যান্টিভাইরাসটি পুরো পিসি স্ক্যান করে ভাইরাস খুঁজে বের করবে এবং সেগুলো অপসারণ করবে। ব্যস, এভাবেই বিনামূল্যে কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার না করেই ভাইরাসমুক্ত করে তুলতে পারেন আপনার পিসিকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth