৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে গুগল

আমাদের প্রতিদিন
3 months ago
228


আমাদের ডেস্কঃ

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে গুগল। এবার থেকে চুরি যাওয়া স্মার্টফোন সহজেই শনাক্ত করা যাবে। তার জন্য এই নতুন ফিচার চালু করেছে গুগল। নতুন এই ফিচারে চুরি যাওয়া স্মার্টফোনকে চিহ্নিত করা, অফলাইনে ডিভাইসটি লক করা এবং রিমোট লকের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে নতুন ফিচারে। এই তিনটি ফিচার যুক্ত হওয়ায় এবার থেকে ডিভাইস বা স্মার্টফোন হারিয়ে গেলেও ডেটা বা তথ্য নিরাপদে থাকবে। আপাতত ফিচারটি যুক্তরাষ্ট্রের জন্য চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই সবার জন্য এটি চালু করা হবে। নতুন থেফট ডিটেকশন লক ফিচারে গুগল এআই ব্যবহার করা হয়েছে। যদি ডিভাইসটি চুরি যায় অথবা কোনোভাবে খোয়া যায়, তবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করতে পারবে। তৎক্ষণাৎ ডিভাইসটি লক করে দেবে। নিজে থেকেই স্মার্টফোনের স্ক্রিন লক করে দেবে। তাই ডিভাইসটি হারিয়ে গেলেও তথ্যের কোনো ক্ষতি হবে না। গুগলের নতুন ফিচারে আরও উল্লেখ করা হয়েছে, ‘থেফট ডিটেকশন লক’ কোনোভাবে কাজে ব্যর্থ হলে অফলাইন ডিভাইস লক এবং রিমোট লক ফিচার থাকায় সহজেই সেটি লক হয়ে যায়। অফলাইন ডিভাইস লক ফিচারটিও চুরি হওয়া ডিভাইসটিকে লক করতে পারে। সেই সঙ্গে ডিভাইসটির স্ক্রিন লকেও সাহায্য করে। ফলে খোয়া যাওয়া ডিভাইসটি সহজে ব্যবহার করা যায় না। এমনকি খোয়া যাওয়া ডিভাইসটি যে অন্য ব্যক্তি ব্যবহার করছে সেটাও শনাক্ত করা যায়। রিমোট লক ফিচারের সাহায্যে ডিভাইসটিতে শনাক্ত করতে সুবিধা হবে। ফোন নম্বর যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করে হারিয়ে যাওয়া ডিভাইসটি লক করতে সমর্থ হবে। এমনকি স্মার্টফোনটি অপরিচিত কেউ ব্যবহার করছে সেটি রিমোট লক ফিচারের মাধ্যমে শনাক্ত করা গেলেও ডিভাইসটি বন্ধ করে দিতে সক্ষম গুগলের নতুন ফিচার। হারিয়ে যাওয়া ডিভাইসের গুগল অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া যাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth