২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

আওয়ামী ফ্যাস্টিটরা ঘাপটি মেরে রয়েছে, আমাদের সজায় থাকতে হবে: ভিপি নুর

আমাদের প্রতিদিন
3 weeks ago
86


রংপুরে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নুর বলেছেন, জাতীয় পার্টির স্থান এই বাংলার মাটিতে আর হবে না। তারাসহ আওয়ামী স্বৈরাচারের দোসরদের অবশ্যই বাংলাদেশ থেকে বিতারিত করা হবে। আওয়ামী ফ্যাস্টিটরা এখনও ঘাপটি মেরে রয়েছে ,আমাদের সজায় থাকতে হবে,কোনভাবেই যেন তারা আর মাথা উচুঁ করে দাড়াতে না পারে।

ভিপি নুর বলেন, এই সরকার কে সহযোগিতা করতে হবে,যেন তারা দেশের সংস্কার কাজ ভালোভাবে করতে পারে। তবে একটি যৌক্তিক সময়ের মধ্যেই যেন নির্বাচন হয় এমন চাওয়া গণঅধিকার পরিষদেরও।

আগামী নির্বাচনে ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ প্রার্থী দিবে এবং ভোট করবে উল্লেখ করে তিনি বলেন, হাসিনার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গড়ে উঠা গণঅধিকার পরিষদ দেশের রাজনীতিতে এখন বড় ফ্যাক্টর।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি বেইমান দল। তারা রংপুরের সহজ-সরল মানুষকে ঠকিয়েছে। কোন উন্নয়ন করেনি। এমপি-মন্ত্রীরা নিজেদের আখের গুছিয়েছে। এই রংপুরের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তফা একজন দুর্নীতিবাজ, তিনি সিটি কর্পোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিনত তার বিরুদ্ধে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনুসন্ধান চালাচ্ছে । অবশ্যই তাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় হতে হবে।

আজ (০৮ নভেম্বর) শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণভূত্থানে শহীদ ও আহতদের স্বরণে এবং বৈষম্যহীন নুতন বাংলাদেশ বির্নিমাণে গণঅধিকার পরিষদ আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুর আরো বলেন, স্বৈরাচার হাসিনা বিদায় নিলেও তার দোসররা এখন গর্তে লুকিয়ে রয়েছে । আমাদের সজাগ থাকতে হবে যেন তারা কোনভাবে মাথাচাড়া দিতে না পারে।

সমাবেশে গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর বিভাগের সমন্বয়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, যুব অধিকার পরিষদের সভাপতি এরশাদুল হক, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পঞ্চগড় জেলার সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক মামুন মিয়া, রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth