২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

শান্তর ফিফটি, জুটি গড়ার চেষ্টা বাংলাদেশের

আমাদের প্রতিদিন
3 weeks ago
76


আমাদের ডেস্কঃ
দলের দুই ওপেনারকে হারানোর চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি বেধে বাংলাদেশের হাল ধরেছেন অধিনায়ক।
এরই মধ্যে রান তোলার পথে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। ৭৫ বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান তিনি। যদিও তাতে ছিল ৪৬টি ডট বল। হাফসেঞ্চুরির পর ছুটছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন মিরাজ। এরই মধ্যে দলীয় রান দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশ। শান্ত-মিরাজ দুজনেই ব্যাটিংয়ে সাবলীল। দুজনের ব্যাটে শক্ত জুটি গড়ার চেষ্টা বাংলাদেশের।
ভালো শুরুর পর তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে এসে সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, ৪৯ বলে ৩৫ রান করে ফিরে যান সৌম্য। দলীয় ৯৯ রানে রশিদ খানের বলে লেগ বিফোর হন সৌম্য। ভাঙে ৭১ রানের জুটি। মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলের রান এগিয়ে নিচ্ছেন শান্ত। ইতোমধ্যে বাংলাদেশের সংগ্রহ ছাড়িয়েছে শতরান।
আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরুই করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম সৌম্য সরকার। ২০ বলে আসে ২৮ রান। সেটি ধরে রাখতে পারেননি তামিম।
তাড়াহুড়ো করতে গিয়ে মোহাম্মদ গজনফরের স্পিনে মিড অনে রিপিট শট খেলেন। আগের বলে একই শটে ছক্কা এলেও পরের শট ছিল দুর্বল। ধরা পড়ে মোহাম্মদ নবীর হাতে। ১৭ বলে তিনটি চার এক ছক্কায় ২২ রান করে বিদায় নেন তামিম। বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার ( নভেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে মুশফিকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষিক্ত হলেন জাকের। উইকেটরক্ষকের দায়িত্বও সামলাবেন তিনি। জাকের ছাড়াও একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার একদিনের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে ফিরলেন তিনি। নাসুমকে জায়গা করে দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দুটি পরিবর্তনই এসেছে বাংলাদেশ দলে। বাকি জন প্রথম ম্যাচের একাদশের চেনা মুখ।
দুদলের সামনে লক্ষ্য একটাই সেটা হলো জয়। তবে, পার্থক্য আছে কিছুটা। আফগানিস্তান চাইবে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে। বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা আনা। এমন আবহ নিয়েই আজ শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth