ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজে: বড় ধরনের সাজর বিধান

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে বড় ধরনের সাজা
নিজস্ব প্রতিবেদক,
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে গালিগালাজ করলে হতে পারে বড় ধরনের সাজা।সমর্থকেরা কেউ কাউকে ছাড় দেন না। তর্কযুদ্ধ কখনো কখনো রূপ নেয় গালিগালাজ কিংবা সহিংসতায়। কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে এমনটা করা যাবে না। করলেই পড়তে হবে জেল-জরিমানার মুখে।
এশিয়া কাপে আজ দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এর আগে দর্শকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে রাখল দুবাই পুলিশ।তারা জানায়, স্টেডিয়ামের ভেতর কোনো ধরনের সহিংসতা, অশালীন ভাষা ও বর্ণবাদী মন্তব্য সহ্য করা হবে না।
দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেন, ‘নিয়মভঙ্গকারীদের এক থেকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম (৩ থেকে ১০ লাখ টাকা) জরিমানা করা হতে পারে।’
দুবাই পুলিশ তাই, দর্শকদের পরামর্শ দিয়েছে সংযত থাকার। কোনো অনিয়ম চোখে পড়লে নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তারা।
আজকের লড়াই নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ খানিকটা কমই দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছিল মাত্র চার মিনিটে। আর আজ ম্যাচের চার ঘণ্টা আগেও অবিক্রীত থেকে যায় শতশত টিকিট। টিকিটের দাম ১২৫ দিরহাম কমিয়ে এনেও দর্শক খুব একটা টানতে পারেনি আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল।