পলাশবাড়ীতে দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাঞ্চনার শিকার গৃহবধূ
বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা):
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের নুনিয়াগাড়ী গ্রামে। ভুক্তভোগীর দাবী তার স্বামী এবং ছেলে মারা যাওয়ার পর অসহায় হয়ে পরেন রুমা। এই সুযোগে দেবর মিজানুর রহমান মিন্টু বিভিন্ন ভাবে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো তাকে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী রুমার সাথে দেবর মিন্টুর কথা কাটাকাটির জের ধরে দেবর মিন্টু তাকে মারধর ও বিবস্ত্র করে বাসা থেকে বের করে দেন। এক পর্যায়ে রুমার মুখে ও গলায় আঘাত করেন দেবর মিন্টু। গুরুতর আহত অবস্থায় রাতেই রুমা বেগম পলাশবাড়ী হাসপাতালে ভর্তি হন।
এই ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা তার কাছে জানতে চাইলে তিনি জানান-দেবরের কুপ্রস্তাব এবং নির্যাতন থেকে রক্ষা পেতে রুমা বেগম প্রশাসনিক সহযোগীতা কামনা করেছেন।
এই ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান মিন্টুর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে ভুক্তভোগী রুমা পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।