রংপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল রংপুর মহানগর আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান এই কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক আব্দুল্ল্যাহ আল মামুন, যুগ্ম আহবায়ক শরীফ শামীম হাবু, ডা. সিরাজুল মনিরা, জিয়াউর রহমান, মো: মামুন, সদস্য সচিব সাফায়েত হোসেন সৌরভ, সহ সদস্য সচিব হাসান, কার্যকরি সদস্য গোলাম রাব্বনী, রাজু, মোর্শেদ আলম বাবু, মনিরুজ্জামান মুন্না, লিটন মিয়া, মোজাম্মেল হক বকুল, আব্দুল কাদের, জুয়েল আনছারী ও আখতারুজ্জামান সোহাগ। এদিকে নব গঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল রংপুর মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।