পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় রংপুর মহানগর যুবদলের শুভেচ্ছা মিছিল
নিজস্ব প্রতিবেদক:
পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর যুবদল। আজ (২২ ডিসেম্বর) রোববার দুপুরে নগরীর গ্রান্ড মোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টাউন হল সাহিত্য মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই রাজপথের ত্যাগী নেতাদের দলের হাইকমান্ড মূল্যায়ন করেছে। আগামী দিনে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবে। সেই সাথে আগামী দিনে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে দ্রুত মহানগর যুবদলের ৩৩টি ওয়ার্ড এবং থানা কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে বেগবান করা হবে। মিছিল ও সমাবেশে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।