চোরাচালানের ভারতীয় গরু গায়েব করার অভিযোগ বিজিবির কর্মকর্তার বিরুদ্ধে
সাখাওয়াত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাচালানে আসা ভারতীয় আটক একটি গরু গায়েব করার অভিযোগ উঠেছে বিজিবির কর্মকর্তা কায়ছার আমিরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পে। কায়ছার আমির দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন।
জানাগেছে, গতকাল শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া গ্রামের জহির রহমানের বসতবাড়ীতে চোরাচালানে আসা ভারতীয় গরু রয়েছে বলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের জোয়ানরা ওই বাড়ী ঘেরাও করে ৯টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে ১টি গরু ক্যাম্পে রেখে ৮টি গরু রৌমারী কাস্টমসে জমা দেন বিজিবি। আটক ওই ৮টি গরুর সিজারমূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা দেখানো হয়েছে।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান বলেন, ‘বিজিবি ওইদিন সকালের দিকে এক বাড়ীতে চোরাচালানের গরু রয়েছে বলে সংবাদ দেন। পরে ওই বাড়ী থেকে চোরাচালানে আসা ভারতীয় ৯টি গরু আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যান বিজিবি। পরে শুনেছি তারা ১টি গরু ক্যাম্পে রেখে ৮টি গরু কাস্টমসে জমা দিয়েছেন।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কায়ছার আমির বলেন, ‘সীমান্ত থেকে ৯টি গরু আটক করা হয়েছে তা সত্য। তবে টেন পারসেন্ট হিসেবে ১টি গরু রাখা হয়েছে। বাকি ৮টি গরু রৌমারী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে তাদের ক্যাম্পে যেতে বলেন প্রতিবেদককে।
রৌমারী কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ গোলাম হোসেন বলেন, ‘দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ ৮টি ভারতীয় গরু কাস্টমসে জমা দিয়েছেন। ওই গরুগুলো বিজিবি সিজারমূল্য দেখিয়েছেন ১০ লাখ ৪০ হাজার টাকা। টেন পারসেন্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিজিবি’র ‘ল’তে এমন নিয়ম রয়েছে কি না তা জানি না।’
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল হক বলেন, ওই সীমান্ত থেকে দাঁতভাঙ্গা বিজিবি কর্তৃক ৮টি গরু আটকের তথ্য দিয়েছেন। এর বাইরে তিনি কিছুই জানে না।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ সম্পর্কে বিজিবি কর্তৃপক্ষও আমাকে কিছুই বলেননি। তবে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হবে।