৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল

আমাদের প্রতিদিন
3 weeks ago
69


কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় দলের চেয়ারপারসনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আন্দোলন মিছিল করেছে জেলা বিএনপি।

আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি’র আয়োজনে জেলা শহরের ঘোষপাড়া থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম কলেজ মোড়স্ত এক সমাবেশে আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

গত সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র নতুন কমিটি গঠনের লক্ষে মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্য সচিব, শফিকুল ইসলাম বেবুকে ১ নং যুগ্ম আহŸায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ অক্টোবর জেলা বিএনপি'র কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি'র কমিটি গঠন করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth