৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমাদের প্রতিদিন
3 weeks ago
76


আসাদুল ইসলাম, সুন্দরগঞ্জ:

গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে ১৫ মাস বয়সের আয়াত মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার রামডাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আয়াত মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মোঃ সাদিক সরকারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে ওই শিশু মা আমেনা বেগম টিউবওয়েল পাড়ে বালতিতে কাপড় ধোয়ার পর শিশুটিকে টিউবওয়েলের কাছে রেখে সেগুলো রোদে শুকাতে যায়। কিছুক্ষণ পর এসে দেখে ভরা বালতিতে শিশুটি উপর হয়ে পড়ে আছে।

পরে পরিবারের লোকজন উদ্ধার করে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth