৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

গঙ্গাচড়ায় তিস্তা নদীর ধার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
2 weeks ago
186


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। আজ শনিবার আনুমানিক ১২টার দিকে গঙ্গাচড়া ইউনিয়নের গান্নারপাড় এলাকায় তিস্তা নদীর ধার থেকে কাপড়ে মোড়ানো কন্যা নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির পাশে একটি কাপরের ব্যাগ পড়েছিল। স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতের যেকোনো সময় নবজাতকের মরদেহটি কেউ ব্যাগের মধ্যে নিয়ে এসে ফেলে দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth