রাজারহাট উপজেলা আ' লীগ সভাপতি আবুনুর আখতারুজ্জামান গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আখতারুজ্জামান (৬২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ওপেনচৌকি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শাহের উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারাহাট থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
ওসি আরো জানান, আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামান রাজারহাট বাজারের একটি দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় এজাহার ভুক্ত এক নম্বর আসামী। শুক্রবার শেষ বিকলে তাঁকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন ।