৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
1 week ago
108


বেরোবি প্রতিনিধি:

রংপুরের যাদবপুর গ্রামের ১০০ জন শীতার্তদের মাঝে  লাল সবুজ সোসাইটির উদ্দ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শীত প্রায়ই বাংলাদেশের অনেকের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ নিয়ে আসে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ের মতো অঞ্চলে, যেখানে তাপমাত্রা তাদের সর্বনিম্নে নেমে আসে।

JCI ঢাকা ফাউন্ডারস, লাইটশোর নেটওয়ার্কের সাথে অংশীদারিত্বে, সম্মিলিত প্রচেষ্টার শক্তিকে তুলে ধরে রংপুরে একটি শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করতে একত্রিত হয়েছে।

৮ই জানুয়ারী, কম্বল বিতরণ করা হয় 100 জন ব্যক্তিকে যারা কঠোর ঠাণ্ডা মোকাবিলায় সংগ্রাম করছে। এই প্রকল্পের জন্য আমাদের স্থানীয় অংশীদার হল লাল সবুজ সোসাইটি ( রংপুর) গত বুধবার (৮ জানুয়ারি) রংপুর সদরের ৩ নং চন্দনপাট ইউনিয়নের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো নজরুল ইসলাম ও  শিক্ষক, সমাজসেবক,সংগঠক খন্দকার আব্দুল হাসনাত ফখরুল আলম

কম্বল উপহার পেয়ে মাসরাফি ইসলাম বলেন কম্বল টা আমার দাদির জন্য দিসে । আমার দাদি অসুস্থ এই তীব্র শীতে কম্বল দেওয়াতে অনেক উপকার হয়ছে । অসুস্থতার জন্য দাদি প্রাই কাপর নষ্ট করে।আমি লাল সবুজ সোসাইটিকে ধন্যবাদ জানাই আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরণ এর জন্য ।

লাল সবুজ সোসাইটির রংপুর জেলা টিমের সভাপতি সাদিয়া ইয়াসমিন বলেন, আমরা শীতার্ত মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে এই উদ্যোগ নিয়েছি। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখতে চাই। লাল সবুজ সোসাইটি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

লাল সবুজ সোসাইটির রংপুর জেলা টিমের সাধারণ সম্পাদক আরবাজ হোসেন রুমান বলেন, লাল সবুজ সোসাইটি মূলত সারাদেশব্যাপী নানান মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় উত্তরের এই তীব্র শীতে প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষদের মাঝে আমরা আজ ১০০টি কম্বল বিতরণ করেছি। এই ধরনের একটি মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতেও আমরা আমাদের এরকম কার্যক্রমগুলো অব্যাহত রাখতে চাই৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth