১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

গোবিন্দগঞ্জের ৪টি গরু উদ্ধার চোর চক্রের লিডার সহ ৪ জন আটক

আমাদের প্রতিদিন
2 weeks ago
55


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রাম থেকে গত আজ (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাতে লালমিয়ার গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি হয়।সকালে গোয়াল ঘড়ে গিয়ে দেখে দরজার তালা কাটা। ভিতরে গিয়ে দেখে গরু নেই, পরে অনেক খোঁজা খুঁজি করার পর গরুর আর সন্ধান না মেলায় হতাশ হয়ে পরে কৃষক লালমিয়া। একই গ্রাম থেকে জিন্নার ২টি গরু ও একটি বাছুর চুরি হয়। এমতাবস্থায় গত শুক্রবার সন্ধ্যা ৮ঃ৩০ সময় গোপন সংবাদের ভিত্তিতে তরফ কামাল মোসলেম উদ্দিনের বাড়ি থেকে পুলিশ ও স্থানীয় জনগন ৪ চোরসহ ৪টি গরু উদ্ধার করে। এর আগে একই গ্রাম থেকে জিন্নার ৩টি গরু চুরি হওয়া একটা বাছুর সেখান থেকে বের হয়। গরু চোর গুলো হলেন ১।মো মোসলেম(৩০)পিতা: আমজেদ গ্রাম: তরফকামাল ২। রফিকুল ইসলাম (২৫)পিতা:আফজাল গ্রাম:বালুভরা গুমানীগঞ্জ ৩। আরিফ মন্ডল (২২) পিতা: সাইফুল মন্ডল গ্রাম: তরফ কামাল, ৪। সাইফুল মন্ডল (৫০) পিতা:মৃত মোনছের মন্ডল গ্রাম: তরফকামাল। স্থানীয় জনগন ক্ষিপ্ত হয়ে গরু চোরদের বাড়িঘর ভাংচুর করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন ও সেই সঙ্গে চোরদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth