রংপুর সদর উপজেলার সরিষা ফুলের গন্ধে মুখরিত ফসলের মাঠ

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার,(পাঁচ) ইউনিয়নের মাঠ জুরে সরিষা ফুলের গন্ধে মুখরিত ফসলের মাঠ। শীতের শিশির ভেজা সকালে কুয়াশায় চাদরে ঘেরা প্রতিটি মাঠ যেন হলুদ বর্নের এক পৃথিবী। সরিষা সবুজ রোদে ঝিকিমিকি করছে, এ দেখে যেনো প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। রংপুর সদর উপজেলার (পাঁচ) ইউনিয়নের যত দুর চোখ যায় মাঠ জুরে যেন সরিষা ফুলের সমারহ। কৃষকরা ভালো ফসলের আশায় রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই রংপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তারা। প্রাকৃতিক পরিবেশ অনুকুল থাকায় সরিষার পাশাপাশি সকল ফসল বামপার ফলনের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামুল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। রংপুর সদর উপজেলার, মমিনপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের সরিষা চাষি মোঃ আঃ কাহার ছিদ্দিকী ও খলেয়া ইউনিয়নের সরিষা চাষি আঃ লতিফ বলেন (বারি সরিষা -১৪ ) জমিতে লাগিয়েছি। আশা করি এবার (বারি সরিষা -১৪) বামপার ফলন হবে। সরিষা চাষি আঃ লতিফ বলেন আমরা ৩৩ শতাংস জমিতে বারি সরিষা -১৪ চাষ করছি। আশা করছি এবার সরিষার ভালো দাম হবে। কৃষি অফিসারের সহযোগীতায় কৃষকদের সব সময় পাশে থেকে পরামর্শ দিয়ে আসতেছি। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন কৃষকদে জমিতে পোকা মাকড় দেখা দিলে আমরা সহযোগীতা ও পরামর্শ দেই। এ কারনে অনেকটা রোগ বালাই মুক্ত হওয়ায় বামপার ফসলের আশা করেন কৃষকরা। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন আমরা কৃষকদের বেশি বেশি করে সরিষা চাষের তাগিদ দেই, আশা করি সরিষার সহ সকল ফসল ভালো দাম পাওয়া যাবে। কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান আরো বলেন আমার সকল কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষানিক যোগাযোগ রাখেন।