পীরগাছায় কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আব্দুল কাদের মিঞা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমি (কারিগরি কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদের মিঞা। গত ২৮ ডিসেম্বর অধ্যক্ষ শেখ মো: ইমদাদুল হক অবসর গ্রহনের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে আব্দুল কাদের মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিকেলে কলেজটি পরিদর্শনে যান কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এসময় ইউএনও নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের মিঞা এবং বিদায়ী অধ্যক্ষ শেখ মো: ইমদাদুল হকের উপস্থিতিতে তাদের খোঁজখবর নেন এবং কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির গভর্ণিং বডির সদস্য ফরহাদ হোসেন অনু, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির প্রভাষক আনিছুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।