বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মানিকের মৃত্যু: শোক প্রকাশ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো: শাহেদ ফারুক ও পীরগাছা প্রেসক্লাবের সাংবাদিকগণ। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মানিক লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার কাশিরাম গ্রামের বাসিন্দা। তিনি পীরগাছার বাসিন্দা শাহ মো: শাহেদ ফারুক এবং সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু’র ভগ্নিপতি। গত ১৮ জানুয়ারী বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরদিন ১৯ জানুয়ারী বিকেলে তাকে স্থানীয় নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে রেগেন।