ডিমলায় “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলায় “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ জানুয়ারি (মঙ্গলবার) সারা দিনব্যাপী ডিমলা উপজেলা প্রশাসন এর আয়োজনে তারুন্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে তরুন-তরুনীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর কাজী মাওলানা মো. রোকনুজ্জামান বকুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, নাগরিক কমিটি উপজেলা প্রতিনিধি মুন্সি সাদেক সালেহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মশালায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, রচনা, কুইজ, জুলাই-আগস্ট সংক্রান্ত চিত্রাকংন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য শূন্যতার প্রচার, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল, শ্রেণিকক্ষসহ বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ, তারুন্যের মেলা বাংলাদেশসহ বিশ্বের সফল উদ্যোক্তাদের জীবন ও সফলতার গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল টুর্নামেন্ট, যুব সমাবেশ ও পুষ্টি বিষয়ক সচেতনতার কার্যক্রম করা হয়েছে। এদিকে তারুন্যের উৎসব উপলক্ষ্যে উপজেলার সকল ইউনিয়নে তারুন্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, “তারুণেন্যর উৎসব-২০২৫” বাংলাদেশের তরুন সমাজের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ একটি জাতীয় আয়োজন। এই উৎসবের মাধ্যমে বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র ও সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করা হয়। এছাড়া উপস্থিত শিক্ষার্থীরা দেশ গঠনে তারা তাদের নিজ নিজ ভাবনাগুলো এ কর্মশালায় তুলে ধরেন।