৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে অসহায় শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের সামগ্রী বিতরণ

আমাদের প্রতিদিন
2 weeks ago
34


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এডিবি ও ইউপিএফ খাত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নানা ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, উচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, স্যানিটারি ন্যাপকিন, হারমোনিয়াম, দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহ প্রায় ২০ লাখ টাকার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আকতারুজ্জামান জুয়েল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হামিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রকৌশলী বিরল রায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “আমি সকল ইউএনও কে বলে দিয়েছি যে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ মানুষের এসব সামগ্রী দরকার, তাদের খুঁজে বের করে তাদেরই যেন এই সামগ্রী প্রদান করা হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আশা করছি, যারা আজ এখানে উপস্থিত রয়েছেন, তারা এসব সামগ্রী সঠিকভাবে ব্যবহার করবেন এবং এর যথাযথ যত্ন নেবেন। এই সামগ্রী গুলো আপনাদের কাজে আসবে এবং এর মাধ্যমে আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”

এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, সাইয়েদুজ্জামান বাবু, যুগ্ম -আহবায়ক বোরহান উদ্দিন, যুগ্ম-সদস্য সচিব স্যাইয়েদ গোলাম আজম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth