২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

নবাগত ওসির সঙ্গে ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

আমাদের প্রতিদিন
1 week ago
52


ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার নবাগত ওসি আল হেলাল মাহমুদ সঙ্গে ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আল হেলাল মাহমুদ বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস,ধর্ষণ,নারী নির্যাতন,বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সব অপরাধমুলক কর্মকান্ড কমে যাবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি - আনোয়ারুল হক(দৈনিক ইত্তেফাক,দৈনিক করতোয়া)সাধারণ সম্পাদক - এমদাদুল হক মন্টু (দৈনিক খোলাকাগজ, যুগের আলো), সহ সভাপতি - এসএম গোলাম মেস্তফা(দি নিউনেশন), সহ সভাপতি -মনজুরুল ইসলাম(বিএমএফ টেলিভিশন,দৈনিক ভোরের ডাক),যুগ্ন সাধারণ সম্পাদক - শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন,দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক -আরমান আলী (দৈনিক যুগান্তর, আমাদের প্রতিদিন), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন(দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক রবিউল আলম লিটন(দৈনিক আলোকিত বাংলাদেশ) এবং এসএম হারুন অর রশীদ প্রিন্স(দৈনিক মানবকন্ঠ), রফিকুল হাসান রনজু (দৈনিক ইনকিলাব),মোখলেছুর রহমান(দৈনিক কালবেলা,সৃষ্টি টিভি), ডাঃ আব্দুল লতিফ(দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ।

সাংবাদিকদের পক্ষ থেকে ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক থানার নবাগত ওসিকে বিভিন্ন এলাকার মাদকদ্রব্য নির্মূল,চুরি ছিনতাই বন্ধ ও বিভিন্ন পয়েন্টে মাদক বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে এবং সাংবাদিকদের তথ্য প্রদানের আহবান জানান। নবাগত ওসি আল হেলাল মাহমুদ নিয়মিত অভিযান পরিচালনা ও মাদক নির্মুলে জিরো টলারেন্সসহ অপরাধমুলক কর্মকান্ড নির্মুলে ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth