গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আশিক মিয়া নামে (২৪) এক মাদক কারবারি আটক হয়েছে।
আশিক রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লহনী এলাকার তহিদুল ইসলামের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গঙ্গাচড়া ইউনিয়নের খারুভাজ ব্রীজ এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে,আশিক লালমনিরহাটের কালিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে আসছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এর নেতৃত্বে এসআই সিব্বির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
এসময় মোটরসাইকেলের বসার সীটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করেন পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, আশিককে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।