প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রেসক্লাব চিলমারীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে ১৭ফেব্রুয়ারী সোমবার সকালে প্রেসক্লাবের সামনে জাতীয় ও সাংগঠণিক পতাকা উত্তোলন পরবর্তী কেক কেটে একটি র্যালী বের করা হয়।র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মনিরুল আলম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.আবু হানিফা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠণিক সম্পাদক ও ভোরের দর্পন প্রতিনিধি সহকারী অধ্যাপক ফজলুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব.চিলমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া,উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল,সহকারী অধ্যাপক আব্দুর রহমান,মানবকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান মিজান,ইনকিলাব প্রতিনিধি ফয়সাল হক রকি,কালবেলা প্রতিনিধি রাফিউল ইসলাম রাফি প্রমুখ।