৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

বনভোজনের টাকা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

আমাদের প্রতিদিন
1 month ago
77


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে বাবার কাছ থেকে বনভোজনের টাকা না পেয়ে মাদরাসা পড়ুয়া মেয়ে ছাত্রী  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে উপজেলা ছাতুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ছাতুয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী সুরভী খাতুন (১৫) তার দিনমজুর বাবা রন্জু মিয়ার কাছে পিকনিকের জন্য ২ হাজার টাকা চায়। কিন্তু বাবা একসাথে ২ হাজার টাকা সংগ্রহ করে মেয়েকে দিতে না পারায় মেয়ে অভিমান করে সোমবার নিজ শয়ন ঘরের বর্গায় রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিবার লাশের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে বলে জানায়। পরে পুলিশ অপমৃত্যুর মামলা করেছে বলে ওসি এমএ ফারুক জানান। বাবা রন্জু মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, মোর সংসারই চলে না। তাও অল্প অল্প করি ট্যাকা দিবার চাচো। ট্যাকা না পায়ায় মোর মেয়েটা মরি গেলো।  এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফন হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth