হরিদেবপুর ইউনিয়নের (ভিজিডি)কার্ডের জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত প্রদান

আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার , ২নং হরিদেবপুর ইউনিয়নের ভি ডব্লিউ বি (ভিজিডি)কার্ডের জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত প্রদান। গতকাল সকালে ইউনিয়ন পরিষদে নয়টি ওয়ার্ডের (ভিজিডি) কার্ডধারীদের হাতে জমানো নগদ অর্থ ফেরত প্রদান করা হয়েছে। নয়টি ওয়ার্ডের (ভিজিডি) কার্ডধারীদের হাতে জমানো নগদ অর্থ ফেরত প্রদান করেন অত্র ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ চান মিয়া রাজু। এ সময় উপস্থিত ছিলেন অত্র পরিষদের সচিব ও নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য সহ গ্রাম পুলিশ।