৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

3 weeks ago
70


ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের

 

কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়া থাকলেও বিদ্যালয় চত্ত্বরে দিনভর এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমপর্বে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় বিদ্যালয় প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার  শামছুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো:মাসুদ রানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  আলতাফ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাব সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান প্রমুখ।

দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টে বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী  অংশ নেয়। শেষে বিকেলে অতিথিগণ সকল ইভেন্টের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth