৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

গোবিন্দগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
31


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, সমাজ সেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা জামাতের সাধারণ সম্পাদ আবুল কালাম,সাবেক সভাপতি নুরুন্নবী প্রধান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মির্জা শওকত জামানসহ সভায় বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ ব্যবসায়ি ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপুসহ অন্যরা।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth