পীরগাছা হেযবুত তওহীদের উপড় হামলার প্রতিবাদে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ এর তারাগঞ্জে সাংবাদিক সম্মেলন

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের নেতাকর্মিদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলায় সাংবাদিক সম্মেলন করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরের সামনে প্রেসক্লাবের সভাকক্ষে এ সাংবাদিক সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ রুবলে বলেন, ‘হিন্দুরা মুসলমানদের উপর হামলা করেছে’ মসজিদেও মাইকে এমন অপপ্রচার চালিয়ে পীরগাছায় হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় হেযবুত তওহীদের ২০ জন সদস্যকে গুরুত্বর আহত করেছেন। তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরেই এই হামলার অপচেষ্টা চালিয়ে আসছিলেন উগ্রবাদী গোষ্ঠী। তারা হেযবুত তওহীদকে ‘হিন্দু’,‘বিধর্মী’, কাফের ইত্যাদি আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়ে স্থানীয় সাধারন মানুষকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করে আসছিলো। সর্বশেষ হেযবুত তওহীদের আড়ালে পীরগাছায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ জড়ো হওয়ার চেষ্টা করছে এমন ডাহা মিথ্যা কথা প্রচার করে তারা মানুষকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করে। আমরা হেযবুত তওহীদ আগে থেকেই এ ধরনের হামলার ব্যাপারে স্থাণীয় প্রশাসনের কাছে আশান্কা প্রকাশ করে আসছিলাম। এই লগ্ন হামলা ও মবোক্র্যাসির তিব্র নিন্দা ও প্রতিবাদসহ সেই সাথে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রত্যক্ষ ও পরোক্ণভাবে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানাই। এসময় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের নীলফামারি শাখার সভাপতি নুর আলম সরকার, তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি লাল মিয়া, সদস্য আবুল ওয়াহাব মিন্টু ও মনোয়ারুল ইসলাম।