লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এর আগে বুধবার রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ ২ এবং ধানমন্ডি সোবাহানবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা(ডিবি) পুলিশ।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য।
প্রেস বিজ্ঞাপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রংপুর কোতয়ালী থানার ১২ নং মামলা ও হাতীবান্ধা থানার ৩১ নম্বর মামলাসহ ৩টি ভয়ভিতি প্রদর্শনের জিডিতে অভিযুক্ত পলাতক আসামী আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল পলাতক থেকে গোপনে আওয়ামীলীগকে পুনরায় সংগঠিত করতে গোপনে নেট দুনিয়ায় যোগাযোগ সচল করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ ২ এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অপর আসামী তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানও হাতীবান্ধা থানার একটি মামলা ও পাটগ্রাম থানার ৩টি ভয়ভিতি প্রদর্শনের জিডি মুলে অভিযুক্ত থাকায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সোহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার তরিকুল ইসলাম।