৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

ব্যালটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন মহাসিনুল ইসলাম মিনু সভাপতি ও আব্দুল হাকিম মন্ডল সাধারন সম্পাদক

আমাদের প্রতিদিন
3 weeks ago
110


মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর পর রংপুরের মিঠাপুকুর  উপজেলার  বড় হযরতপুর ইউনিয়ন বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন চত্বরে তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ কেন্দ্র করে ঘিরে পুরো ইউনিয়নে দেখা গেছে উৎসবের আমেজ। দলীয় নেতাকার্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণ-চাঞ্চল্যতা।

এর আগে সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এই ভোট শুধু ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য ৯ টি ওয়ার্ডের ৪৫৯ জন নেতাকর্মী ভোটার ছিলেন। এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ২ জন।  সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল সন্ধায় ৬টায় ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করেন বিএনপির নেতৃবৃন্দরা।

সভাপতি পদে বিজয়ী মহাসিনুল ইসলাম মিনু ছাতা মার্কায় পেয়েছেন ২৪০ ভোট ও নিকতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোহাম্মদ চেয়ার মার্কায় পেয়েছেন ১৭৬ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী আব্দুল হাকিম মন্ডল মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ২২০ভোট ও নিকটতম শাহাদত হোসেন লাল মিয়া ফুটবল মার্কায় ১৮১ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী শরিফুল ইসলাম মোরগ মার্কায় পেয়েছেন ২৪১ভোট। নিকটতম রিফুল মিয়া ঘোড়া মার্কায় পেয়েছেন ১৬৮ ভোট। মোট ভোট পড়েছে ৪১৫টি।

বিজয়ী সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মন্ডল বলেন,দীর্ঘ ১৬ বছর পর ইউনিয়ন বিএনপির কমিটির নির্বচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি এই ইউনিয়নকে দূর্নিতীমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের সকল নেতাকর্মী আমার সঙ্গে রয়েছে আগামীতে থাকবে এবং আমার হাতকে আর শক্তিশালী করবে এই আশা করছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth