রংপুর মহানগর মহিলা দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর কমিটির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এতে মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর আরজানা বেগমের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক কার্নিজ ফাতেমা পারুল, সাংগঠনিক সম্পাদক জিনাত রোকসানা সুস্মিতা, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবা খানম প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে।নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোয় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর হুশিয়ারি দেয়া হয়। এসময় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও মহানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।