রংপুরের ব্যবসায়ী নেতা অমিত বণিক চাঁদাবাজীর মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তার সাথে সখ্যতার আড়ালে চাঁদাবাজীর মামলায় অমিত বণিককে বৃম্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। লিপি খান ভরসাকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলা থেকে আসামীর তালিকা থেকে নাম বাদ দেয়ার জন্য অমিত বণিক দায়ীত্ব নেন। এ জন্য তিনি পুলিশের কর্মকর্তা (সাবেক ডিসি ক্রাইম) মোহাম্মদ শিবলি কায়সারকে উৎকোচ দেয়ার জন্য ১০লাখ টাকা দাবী করেন। লিপি খান ভরসা ২লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু এরপরও অমিত বণিক পুলিশের ওই কর্মকর্তাকে দেয়ার জন্য ১০ লাখ টাকা পুনরায় দাবি করেন। এই নিয়ে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অমিত বণিককে আসামী করে বৃহস্পতিবার মেট্রাপলিটন কোতয়ালী থানায় চাঁদাবাজীর মামলা দায়ের করেন লিপি খান ভরসার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ হাসান। পলাশ হাসানের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার দুপুরে তাকে আদালত নেয়া হলে তার পক্ষে আইনজীবী জামিনের প্রার্থনা করেন। এ সময় চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আর.কিউ.এম. জুলকার নাইন জামিন নামঞ্জুর করে তাকে রংপুরে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত প্রতিবেদেনের তারিখ ৯ এপ্রিল ধার্য করেন।